No Internet Connection !

সিরাজগঞ্জ জেলা পরিচিতি

প্রশ্ন: সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার সীমানা কি? উ: সিরাজগঞ্জ জেলার সীমানা:

✅ উত্তরে: বগুড়া

✅ দক্ষিণে: পাবনা

✅ পূর্বে: টাঙ্গাইল, জামালপুর ও যুমনা নদী

✅ পশ্চিমে: নাটোর জেলা


প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার আয়তন কত? উ: ২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: প্রদীপ্ত সিরাজগঞ্জ।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার গ্রাম কতটি? উ: ২০৩৪ টি।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৮৩ টি।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার উপজেলা কতটি ও কি কি? উ: ৯ টি। সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, উল্লাপাড়া, চৌহালি, কাজীপুর, কামারখন্দ, তাড়াশ, বেলকুচি ও শাহজাদপুর।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার পৌরসভা কতটি? উ: ৭ টি।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার নদ-নদী কি কি? উ: যমুনা, করতোয়া, বড়াল, ইছামতি, ফুলজোড়া ইত্যাদি।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: জুট মিলস, টেক্সটাইল মিলস, তাঁত শিল্প, সিমেন্ট কারখানা।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: মক্কা আউলিয়া মসজিদ, এনায়েতপুরের খাজা পীর সাহেবের মাজার, বেহুলার বাড়ি, শিব মন্দির।
প্রশ্ন: সিরাজগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: রজনীকান্ত সেন (কবি), ইসমাইল হোসেন সিরাজী (সাহিত্যিক), ক্যাপ্টেন এম মনসুর আলী (রাজনীতিবিদ ও জাতীয় নেতা), নজীবুর রহমান সাহিত্যরত্ন (সাহিত্যিক), আবদুর রশিদ তর্কবাগীশ (রাজনীতিবিদ), আবদুল হামিদ খান ভাসানী (রাজনীতিবিদ), মহাদেব সাহা (কবি), ফজলে লোহানী, আবদুল্লাহ আল মুতী (শিক্ষাবিদ), মোহাম্মদ নাসিম (রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: sirajganj.gov.bd
top
Back
Home
Gsearch